Shamik, BJP, “টাটা থেকে গুগল — বিনিয়োগের মানচিত্রে নেই বাংলা”, কটাক্ষ শমীকের

আমাদের ভারত, ১৭ অক্টোবর: “সময় এসেছে — এই অপশাসনের ইতি ঘটিয়ে নতুন আশার বাংলা গড়ার!” শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

তিনি লিখেছেন, “টাটা থেকে গুগল — বিনিয়োগের মানচিত্রে নেই বাংলা! যে বাংলার মাটিতে একদিন শিল্পের আলো জ্বলেছিল, আজ সেই মাটিতে অন্ধকার।

অন্ধ্রপ্রদেশে গুগল ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করছে। হাজার হাজার ছেলে-মেয়ে চাকরি পাবে, চারদিকে নতুন ব্যবসা, নতুন স্বপ্ন! আর আমাদের পশ্চিমবঙ্গে? তৃণমূলের রাজত্বে কারখানা বন্ধ, চাকরি নেই, ভবিষ্যৎ অন্ধকার!

এসএসসি দুর্নীতিতে যুবকের হাতে বইয়ের বদলে রায়ের কপি, যোগ্যতার বদলে পার্টির চিঠিই নিয়োগপত্র। আজকের বাঙালি যুবকরা জানে— এই শাসনে পরিশ্রম নয়, তোষণই পুরস্কার। এই বাংলার সন্তানরা আর সহ্য করবে না এই অপমান। বিনিয়োগ চাই, কর্মসংস্থান চাই, দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ চাই।”

এই সঙ্গে শমীকবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুগুল-কর্তার ছবি। তাতে লেখা গুগুল ভারতের এআই-এর ভবিষ্যতের জন্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *