রাজেন রায়, কলকাতা, ২০ জুলাই: বেশ কিছুদিন আগে ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নের তরফে রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল, তাঁদের কাজের সময় খানিকটা কমিয়ে দেওয়া হোক। বাজারের মত ব্যাঙ্কেও ভিড় বাড়ছে এবং তার ফলে সংক্রমণও বাড়তে পারে। সেই দাবি মেনে নিয়ে সোমবার নবান্নের তরফে জানানো হল, এবার থেকে সপ্তাহে ৫ দিন খোলা থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক। আর তা খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। শুধু তাই নয়, আরও জানানো হয়েছে, এখন থেকে প্রত্যেক শনিবার ও রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে সমস্ত সরকারি, বেসরকারি ব্যাঙ্ক। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকবে। ২ আগস্ট পর্যন্ত আপাতত এই নির্দেশ জারি থাকবে। ব্যাঙ্কে কর্মী সংখ্যা কমানোর কথাও বলা হয়েছে।
ইতিমধ্যেই বহু ব্যাঙ্কের একাধিক কর্মী করোনা আক্রান্ত হওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শাখা অফিস। মৃত্যুও হয়েছে অনেক ব্যাঙ্ক আধিকারিক-কর্মীর।
কিন্তু লকডাউনেও ব্যাঙ্কে সাধারণ মানুষের ভিড় কমছে না। সকালের ভিড় এড়াতে দুপুরের দিকেও বহু মানুষ আসছেন। তাই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।