আমাদের ভারত, ২১ নভেম্বর: “কলকাতা পুরসভা এমন জায়গায় পৌঁছেছে যে, এর পরে যদি এই সরকার ক্ষমতায় থাকে তাহলে পুরসভার লোকেদের আর মাইনে হবে না।” শুক্রবার বিজেপি রাজ্য দফতরে এই অভিযোগ করেন, “পুরসভার কাউন্সিলর সজল ঘোষ।
শুক্রবার তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “কলকাতা পুরসভায় বর্তমানের ৪০ হাজার কর্মীর ঘাটতি রয়েছে। এই রাজ্যের তৃণমূল সরকার অবৈধ বাড়ি নির্মাণটিকে একটি শিল্পের জায়গায় নিয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে গুলশান কলোনিতে ১৩৫টি অবৈধ নির্মাণ হয়েছে।
এছাড়াও শিয়ালদহ এবং বড় বাজার সংলগ্ন সমস্ত হকাররা যারা যত্রযত্র বসে আছে তারা কেউ কলকাতা বা শহরতলীর বাসিন্দা নয়। কলকাতায় হকার নিয়ন্ত্রণের কোনো নিয়ম নেই। পৌর প্রশাসন সব ক্ষেত্রেই ব্যর্থ।”

