আমাদের ভারত, ১০ জুন: দাপটে মন্ত্রিত্ব করেছেন। এবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন। কেউ কেউ জিতেছেনও। তা সত্বেও নয়া মন্ত্রিসভায় জায়গা হয়নি বেশ কিছু প্রভাবশালী রাজনীতিকের।
প্রথমেই বলতে হয় অনুরাগ ঠাকুরের কথা। নির্বাচনে জিতেও অনুরাগের ঠাঁই হল না মোদীর মন্ত্রিসভায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের হামিরপুর থেকে জয়ী হয়েছেন অনুরাগ ঠাকুর। এর আগে কেন্দ্রে ক্রীড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। তবে এবার তাঁর জায়গা হল না মোদীর মন্ত্রিসভায়।
মোদী মন্ত্রিসভায় এবার জায়গা হয়নি নারায়ণ রানেরও। মোদী সরকারে দ্বিতীয় মেয়াদে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের মন্ত্রী ছিলেন তিনি। এবার মহারাষ্ট্রের রত্নাগিরি-সিন্ধুদুর্গ আসন থেকে জয়ী হলেও মন্ত্রী হতে পারলেন না তিনি।
এঁদের পাশাপাশি অজয় ভট্ট নির্বাচনে জিতলেও জায়গা পাননি মন্ত্রিসভায়। ভোটে লড়েও পরাজয় হয়েছে আর কে সিংহ, অর্জুন মুণ্ডা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, ভারতী পওয়ার, রাওসাহেব দানভে, কপিল পাটিলের।