আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ নভেম্বর: মদের আসরে বচসা বাধে দুই বন্ধুর মধ্যে। বচসার জেরে একজন আরেকজনের উপর চড়াও হয়। মারধর করে। আঘাত গুরুতর হওয়ায় মৃত্যু হয় এক বন্ধুর।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার শঙ্করপুর মৎস্য বন্দর এলাকায় বুধবার রাতে দুই বন্ধু মিলে মদের আসর বসায়। রতন সিকদার ও সাধন হালদার দুজনেই পেশায় মৎসজীবী। বুধবার প্রায় ভোর রাতের দিকে মদের ঘোরে দুজনের মধ্যে ব্যপক বচসা হয় এবং সেখানেই রতন রেগে গিয়ে ভারি কোনো জিনিস দিয়ে সাধনকে পেটাতে থাকে। মারের চোটে সাধনের মাথা একেবারে থেঁতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে সাধন। গা ঢাকা দেয় রতন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন মন্দারমনি কোস্টাল থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠায়।
মন্দারমনি কোস্টাল থানার পুলিশ তদন্তে নেমে রতন সিকদারের নাম পায়।বৃহস্পতিবার ভোর রাতেই পুলিশ রতনকে ধরতে সক্ষম হয়। শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয় রতনকে। বিচারক রতনকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।