সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ সেপ্টেম্বর: বুজরুকির আড়ালে তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছিল তান্ত্রিকের বিরুদ্ধে। অভিযোগ, কাউকে জানালে তরুণী ও তাঁর পরিবারের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে তান্ত্রিককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার হুদা এলাকায়।
পুলিশ জানিয়েছে, ধৃত তান্ত্রিকের নাম শিবু মজুমদার। উত্তর ২৪ পরগনার হুদা গ্রামে ধৃতের বাড়িতে একটি মন্দির রয়েছে। যেকোনও সমস্যায় বিভিন্ন এলাকা থেকে মানুষজন মন্দিরে পুজো দিতে যেতেন সেখানে৷ সেখানে বসেই তিনি বিভিন্ন রোগ, সমস্যা সমাধানের ওষুধ, তাবিজ দিত। যুবতীর পরিবার ও পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে যুবতীর মা ধর্ম বাবা বলতেন। বছর খানেক আগে যুবতীর পেটে ব্যথা হলে তাঁর মা তাঁকে অভিযুক্ত তান্ত্রিকের বাড়িতে নিয়ে গিয়েছিল। অভিযোগ, সেই সময় ওই যুবতীকে কিছু খাইয়ে ধর্ষণ করে তান্ত্রিক। এরপর থেকে মাঝে মধ্যেই যুবতীকে বাড়িতে ডেকে ধর্ষণ করত। যুবতী না এলে এবং বাড়িতে জানালে তাঁর পরিবারের লোকজনদের মন্ত্রবলে ক্ষতি করে দেওয়ার হুমকি দিত তান্ত্রিক।
পরবর্তীতে ৫ সেপ্টেম্বর ফের ওই যুবতীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করলে পরিবারের কাছে ঘটনার কথা খুলে বলে নির্যাতিতা। রবিবার রাতে যুবতীর পরিবার গোপালনগর থানায় অভিযোগ দায়ের করলে সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

