Train, Balichak station, বালিচক স্টেশনে মালগাড়ির ইঞ্জিনের ধাক্কা প্ল্যার্টফর্মে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: সাতসকালে শোরগোল খড়্গপুর ডিভিশনের বালিচক স্টেশনে। বিকট আওয়াজে মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারলো প্ল্যাটফর্মে। রবিবার সকালের এই ঘটনায় হইচই পড়ে যায় স্টেশনে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মালগাড়ি।

রবিবার সকাল ৯টা নাগাদ ডাউন লাইনের পাঁচ নম্বর লুপ লাইনে ঢোকার সময়ে একটি মালগাড়ির ইঞ্জিন ও দু’টি বগি প্ল্যাটফর্মে ধাক্কা মেরে এগিয়ে যায়। বিকট আওয়াজে হইচই পড়ে যায় প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে। সেই সময়ে কাজ চলছিল স্টেশন চত্বরে। তারাও আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রেলের আধিকারিকরা। মালগাড়ি লাইনচ্যুত না হওয়া সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয় তদন্ত।

এর পরে প্রায় এক ঘণ্টা ধরে প্ল্যাটফর্মের ওই অংশ ভেঙ্গে ইঞ্জিন ও বগিকে মুক্ত করা হয়।

বালিচকের স্টেশন মাস্টার দশরথ বৈরাগী বলেন, ‘ট্র্যাক বা লাইন থেকে চাকা নামেনি। প্ল্যাটফর্মে একটি ইঞ্জিন ও দু’টি বগির ধাক্কা লাগে। কী কারণে এমন হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ তবে, এই ঘটনার জন্য রেল চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *