সাথী প্রামানিক, পুরুলিয়া, ২ মে: তৃতীয় দফার লকডাউন শুরু হওয়ার আগেই রাজ্য সরকারের প্রচেষ্ঠায় রাজস্থানের কোটা থেকে পুরুলিয়ায় ফিরিয়ে আনা হল সেখানে পড়তে যাওয়া জেলার ৫৮ জন শিক্ষার্থীকে।
পরিবহন দফতরের বাসে শুক্রবার রাতে পুরুলিয়ায় পৌঁছায়। এঁরা জেলার বিভিন্ন এলাকা থেকে রাজস্থানে পড়তে গিয়েছিলেন। তাঁদের প্রথমে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় হয়। পরে পুরুলিয়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে কোয়ারান্টাইনে রাখার ব্যবস্থা করে জেলা প্রশাসন। প্রাথমিক ভাবে ১৪ দিন রাখা হবে সেখানে।
টানা লকডাউনে আটকে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে ছিলেন তাঁরা। চলছিল হোস্টেল কর্তৃপক্ষের মানসিক চাপ ও নিপীড়ন। এই অবস্থায় তাঁরা প্রহর গুনছিলেন কখন লকডাউন শেষ হয়। এর মধ্যেই রাজ্য সরকারের প্রচেষ্ঠায় তারা নিজেদের এলাকায় ফিরতে পেরে অত্যন্ত খুশি।