আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর পূর্ণস্বত্বাধীন সহযোগী সংস্থা অ্যাডপারমা আজ হলদিয়ার চৈতন্যপুর প্রাইমারি স্কুলে ২০২৫–২৬ অর্থবছরের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) উদ্যোগের অংশ হিসেবে একটি বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করে।

এই শিবিরটি আয়োজন করা হয়েছিল রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, টিসিজি ফাউন্ডেশন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি, পূর্ব মেদিনীপুর এবং চৈতন্যপুর নিউ স্টার-এর সহযোগিতায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ড: বিভাস রায়, চিফ মেডিক্যাল অফিসার, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি, পূর্ব মেদিনীপুর; মি: সমীরণ সরকার, জেনারেল ম্যানেজার– অ্যাডমিনিস্ট্রেশন, এইচআর এবং সিএসআর, হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড; স্বামী বিবেকাত্মানন্দ, জেনারেল সেক্রেটারি, রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, হালদিয়া; ড: ষষ্টী ভূষণ কুণ্ডু, ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার–IV; এবং ড: শুভদীপ বাগ, জেলা টিউবারকিউলোসিস কন্ট্রোল অফিসার প্রমুখ।

মোট ৬০৬ জন মানুষ, যাঁদের মধ্যে বহু শিশুও ছিল, এই শিবির থেকে উপকৃত হয়েছেন। এখানে ইএনটি, দন্ত, হৃদরোগ, স্নায়ুবিদ্যা এবং হাড়ের সমস্যার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং চোখের সমস্যায় ভুগছেন এমন ১০৯ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়।

