আমাদের ভারত, মেদিনীপুর, ২ মে: শনিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া গ্রামে সাপ্তাহিক বাজার চালু করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। তাঁর ব্যবস্থাপনায় এদিন সাতবাঁকুড়া গ্রামের মানুষদের সুবিধার জন্য একটি হেল্পলাইন সেন্টারও চালু হয়েছে। সেন্টারটি চালু করতে গিয়ে সেখানকার মানুষের বিভিন্ন অসুবিধার কথা তিনি জানতে পারেন। কারোর রেশন কার্ড নেই, কারোর রেশন কার্ড করো নষ্ট হয়ে গেছে, কেউ সংশোধন করতে দিয়েছেন, এখনো হাতে পাননি এমন ৫০ জন গরীব মানুষের হাতে রেশন কার্ড তুলে দেন উত্তরা সিংহ হাজরা।
তিনি জানিয়েছেন, বিভিন্ন সংস্থা ও সরকারের উদ্যোগে গরীব মানুষরা চাল, আলু পাচ্ছেন কিন্তু বাড়ির অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার পয়সা তাদের হাতে নেই। এইসব মানুষদের কথা ভেবে চালু করা হল ” বিনা পয়সার বাজার”। তাদের যা যা প্রয়োজন তা চাহিদা মতো তারা বাজার থেকে সংগ্রহ করবেন। এজন্য কোনো মূল্য লাগছে না। মানুষ ধন্যবাদ জানায় এই পরিষেবা পেয়ে। জেলা পরিষদের সভাধিপতি উত্তরাসিং হাজরা জানান, আজ থেকে সপ্তাহে প্রতি শনিবার এই বিনে পয়সার বাজার বসবে। এতে এলাকার সমস্ত দরিদ্র শ্রেণির মানুষ উপকৃত হবেন।