আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: রবিবার আসাম বিশ্ববিদ্যালয়, শিলচরের মুক্তমঞ্চে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরটি সকাল ১০:০০টা থেকে দুপুর ০২:০০টো পর্যন্ত চলবে।
সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেওয়ার জন্য উদ্যোক্তারা আমন্ত্রণ জানিয়েছেন। এই শিবিরে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। সেবায় নিয়োজিত থাকার কথা ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৬ জন প্যারামেডিকেল স্টাফ, স্থায়ী চিকিৎসক দল ৪টি, ভ্রাম্যমান চিকিৎসক দল (এমএমইউ) ৭টি, এবং সহায়ক কর্মী – ০৪ জন।
এনআইসি-র প্রধান সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র প্রামাণিক শনিবার এ খবর জানিয়ে বলেন, আসাম সরকারের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।
শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বরে জাতীয় সংহতি ও যুব নেতৃত্বের বিভিন্ন কার্যসূচি শুরু হয়েছে বুধবার। চলবে আগামী বুধবার পর্যন্ত।

