আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই:
নারায়ণগড় ব্লকের তুতরাঙ্গায় অঞ্চল নেতাদের পক্ষ থেকে এলাকাবাসীদের সুবিধার্থে আয়োজন করা হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। ঘাটাল লায়ন্স চক্ষু হাসপাতালের পক্ষ থেকে আজ উক্ত অঞ্চলের আসন্দা ও নয়াবসান বুথে এই শিবিরের আয়োজন করা হয়। এলাকার দুই শতাধিক মানুষ এই শিবিরে অংশগ্রহণ করে।

এলাকার নেতৃত্ব দেবব্রত চক্রবর্তী ও পিনাকী জানা জানান, এলাকাবাসীদের সুবিধার্থে বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে চক্ষু পরীক্ষার সঙ্গে সঙ্গে ছানি অপারেশনেরও সুযোগ দেওয়া হবে বিনামূল্যে। অঞ্চল নেতাদের এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা।

