পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন উই কেয়ার রিসার্চ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার খেমাশুলির অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির(উঃ মাঃ) বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সম্পূর্ণ বিনা ব্যয়ে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তের গ্ৰুপ নির্ণয় শিবির। চক্ষু পরীক্ষার সহযোগিতায় ছিলেন হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম, নেত্র নিরাময় নিকেতন এবং স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা হাত বাড়িয়ে দেন কলকাতার পিয়ারলেস হাসপাতাল কর্তৃপক্ষ। রক্তের গ্ৰুপ নির্ণয়ে সহায়তা করেছেন মেদিনীপুর মেডিকেল কলেজের ইনটার্নরা।
সংগঠনের চেয়ারম্যান, সমাজ কর্মী শিক্ষক গৌতম কুমার ভকত বলেন, এদিনের শিবিরে চক্ষু পরীক্ষা করিয়েছেন ৪৭০ জন ব্যক্তি। এদের মধ্যে ছানি অপারেশনের জন্য বিবেচিত হয়েছেন প্রায় ১৫১ জন ব্যক্তি। স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন ১৬৮ জন মানুষ এবং ৮০ জনের ইসিজি সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, দরিদ্র ও দুঃস্থ মানুষদের সেবায় উই কেয়ার ভবিষ্যতেও এই ধরনের কাজ করে যাবে।

সংগঠনের সম্পাদিকা সমাজ কর্মী শিক্ষিকা মিতালী সিনহা বলেন, এদিনের শিবিরে বহু মানুষের অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় শিবিরটি সাফল্য মন্ডিত হয়েছে। এদিনের শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীনেন রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএএল বেঙ্গল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শিবিরটি সাফল্য মন্ডিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সংগঠনের চেয়ারম্যান গৌতম কুমার ভকত।

