বাঁকুড়ার কমরার মাঠ স্বাস্থ্য অনুশীলন সংঘের উদ্যোগে বিনা ব্যায়ে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা শিবির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি: কমরার মাঠ স্বাস্থ্য অনুশীলন সংঘের উদ্যোগে ও বাঁকুড়া লায়ন্স হাসপাতালের সহযোগিতায় আজ সকালে কমরার মাঠে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। শিবিরে শতাধিক ব্যক্তি তাদের শারীরিক পরীক্ষা করান। শিবিরে শহর ও শহর লাগোয়া এলাকার বহু প্রান্তিক পরিবারের মানুষ অংশ নেয়। শিবিরের প্রারম্ভে লায়ন্স ক্লাবের কর্মকর্তা ও মেডিক্যাল টেকনিশিয়ানদের পুষ্পস্তবক দিয়ে সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের সভাপতি প্রতীপ মুখোপাধ্যায় ও লায়ন্স ক্লাবের সভানেত্রী অনুমিতা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সম্পাদক প্রীতি গোয়েঙ্কা, সংঘের সম্পাদক সাগ‍র কর্মকার সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন।শিবিরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *