অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৫ জুলাই: আজ থেকে প্রাপ্তবয়স্কদের জন্যও বুষ্টার ডোজ বিনামূল্যে দেওয়া শুরু হল ঝাড়গ্রাম জেলায়। জেলার হাসপাতাল গুলিতে
যেখানে এতদিন ৬০ এবং তার ঊর্দ্ধদের টিকাকরণ চলছিল, সেখানেই ১৮ এবং তার ঊর্দ্ধদের টিকাকরণ চলবে।
এতদিন বুষ্টার ডোজের উপর সেভাবে গুরুত্ব না দিলেও, করোনার হার ফের ঊর্দ্ধমুখী হওয়ায় ডোজের চাহিদা বেড়েছে। কিন্তু ঝাড়গ্রাম জেলায় দাম দিয়েও টিকা নেওয়ার কোনো জায়গা না থাকায় অনেকে চাইলেও তা নিতে পারছিলেন না। তবে আজ থেকে ফ্রি’তে দেওয়া শুরু হওয়ায় মানুষ খুশি। আস্তে আস্তে ভিড় বাড়বে বলে মনে করছেন স্বাস্থ্য
কর্মীরা।

