আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: জঙ্গলমহলের শালবনীর রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় ও মাঝিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের ক্ষুদে পড়ুয়াদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবির অনুষ্ঠিত হল। মূলত আদিবাসী ও এসসি প্রায় একশো ছাত্র ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিবিরের আয়োজন করেন ডাঃ সদানন্দ সিংহ। শালবনীর ভাদুতলার উদীয়মান ও টিম রক্তযোদ্ধার উদ্যোগে
শালবনীর কর্মতীর্থে ও মন্ডলকূপীতে একটি অনলাইন মেডিসিন ফার্মেসীর উদ্বোধন করা হয়।

রাধামোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ বলেন, দুটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়ের ফলে হঠাৎ কোনো প্রয়োজন হলে তা কাজে আসবে। তিনি এই উপলক্ষ্যে রক্তযোদ্ধা ও উদীয়মানের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানান। এছাড়াও সক্রিয় সহযোগিতার জন্যে শিক্ষক অভিজিৎ ঘোষ, অসীম দোলই, ঠাকুরদাস মাহাত ও মাঝিপাড়া শিশু শিক্ষার সহায়িকাদের ধন্যবাদ জানান।

