আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ নভেম্বর: অনলাইন ওয়েবসাইট খুলে প্লেনের টিকিট কাটার নামে প্রতারণা করে উত্তর প্রদেশের পুলিশের জালে হাবরার যুবক। ধৃতের নাম বিশ্বজিৎ পাল, বয়স ২৬ বছর। বাড়ি হাবরার হিজলপুকুরের মহামায়া লেন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের অক্টোবর মাসের ৩০ তারিখে বিশ্বজিৎ পাল এবং তার এক বন্ধু একটি ওয়েবসাইট খোলে এবং সেখানে বিজ্ঞাপন দেওয়া হয় বিদেশে যাওয়ার জন্য অনলাইনে প্লেনের টিকিট কাটা হয়। সেই মত উত্তর প্রদেশের মীরাট এলাকার বাসিন্দা সাগর কর দীর্ঘদিন বিদেশ থাকলেও করণা আবহে দেশে ফিরে আসেন এবং পুনরায় বিদেশ যাওয়ার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেখে টিকিট কাটার জন্য ৫৩ হাজার টাকা দেন। কিন্তু তাঁকে একটি প্লেনের একটি ভুয়ো টিকিট পাঠানো হয়।ঘটনার পর থেকেই ফোন করা হলেও সেই ফোন নম্বর বন্ধ থাকে।
পরবর্তীতে সাগরবাবু উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম থানার পুলিশ এবং মঙ্গলবার রাতে হাবরা থানার পল্লীমঙ্গল এলাকা থেকে হাবরা থানা পুলিশ এবং উত্তর প্রদেশের সাইবার ক্রাইম থানার পুলিশের যৌথ তল্লাশি অভিযানে বিশ্বজিৎ পালকে গ্রেফতার করে। বুধবার দুপুরে বিশ্বজিৎ কে উত্তর প্রদেশে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বারাসাত আদালতে তোলা হয় এবং আজই ধৃতকে নিয়ে যাওয়া হবে উত্তরপ্রদেশে এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের পুলিশ। তবে এই চক্রের সঙ্গে আর যে যুবক যুক্ত আছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।