চাকরি দেওয়ার নামে প্রতারণা, জয়নগরে ধৃত চার

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১১ আগস্ট: এবার বড়সড় প্রতারণা চক্রের হদিস পেল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার পুলিশ। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ বিশ্বস্ত সুত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার বেলিয়াডাঙায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মহম্মদ নাসির আরাফত, গৌতম ঘোষ, গোপীনাথ নস্কর ও উত্তম দেবনাথকে৷ ধৃতদের মধ্যে দু’জন মালদার বাসিন্দা৷ বাকি দু’জন দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার সোনারপুর, বারুইপুর, জয়নগর সহ একাধিক থানা এলাকা থেকে বেশ কিছুদিন থেকেই প্রতারণার অভিযোগ আসছিল পুলিশের কাছে। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে একটি দল। এমনই অভিযোগ পেয়ে বারুইপুর পুলিশ জেলার প্রত্যেকটি থানা সতর্ক ছিল। এদিন জয়নগর থানা সেই চক্রকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত চারজন নিজেদের পরিচয় দিয়েছিল রেলের অফিসার হিসেবে। কিন্তু সবটাই ছিল ভুয়ো। ভুয়ো পরিচয় দিয়ে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবসা ফেঁদে বসেছিল ৪ জন। শেষমেশ পর্দাফাঁস হয় প্রতারণা চক্রের। পুলিসের জালে ধরা পড়ে অভিযুক্তরা।

প্রাথমিক তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, সরকারি চাকরিতে নিয়োগের নামে একটি চক্র সক্রিয় ছিল। সারা রাজ্যজুড়েই এই চক্রের জাল বিছানো ছিল। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রায় ১০০টি ফর্ম উদ্ধার করেছে পুলিস। অভিযোগ, ফর্ম পিছু ১ লাখ টাকা নেওয়া হত। অর্থাৎ চাকরি প্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যেই প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ষাট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *