চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, রায়গঞ্জে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে আটক এক ব্যক্তি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ মে: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিশ৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায়।

অভিযোগ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে কিছু যুবক যুবতীদের কাছ থেকে নথিপত্র সংগ্রহ করছিলেন ওই ব্যক্তি। সেই সময় অফিসের কর্মীদের সন্দেহ হয়। তখন তাকে জিজ্ঞাসাবাদ করে ও তার কাছে থাকা ব্যাগ তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ দফতরের কর্মীদের। তার কাছ থেকে বিপুল সংখ্যায় বিভিন্ন সরকারি দফতরের নিয়োগপত্রের মত কাগজ ও অনেকের নথিপত্র উদ্ধার হয়। আর তাতেই সন্দেহ হয়। তখন চাকরি প্রার্থী ও স্বাস্থ্য দফতরের কর্মীদের জেরার মুখে পড়তেই চম্পট দেওয়ার চেষ্টা করলে তাকে ধরে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মালদার বাসিন্দা ওই ব্যক্তি স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে উত্তর দিনাজপুরের সিএমওএইচ অফিসে দাঁড়িয়ে সকলের কাছ থেকে নথি সংগ্রহ করছিল এবং অনেকের কাছেই মেইল মারফৎ রায়গঞ্জ জেলা স্বাস্থ্য দফতরে আসার কথা জানানো হয় বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়ায়। খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের ভবনের সিড়িতে দাঁড়িয়ে এভাবে যুবক যুবতীদের সঙ্গে প্রতারণায় হতবাক সকলেই।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। তবে স্বাস্থ্য দফতরের ওয়েব সাইট যাচাই করা উচিৎ, না হলে এভাবে প্রতারণার জালে পড়তে পারেন অনকেই। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *