পশ্চিম মেদিনীপুরে সুগন্ধী ধান ও কৃষি সামগ্রী বিতরণ শিবির

জে মাহাতো, মেদিনীপুর, ১৪ জুলাই:
পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি বিভাগের অ্যারোমেটিক রাইস প্রকল্পে সুগন্ধী ধান ও কৃষি সামগ্রী বিতরণ শিবির হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে। মঙ্গলবার সহ কৃষি অধিকর্তার দপ্তরে ২০২১ – ২০২২ খরিফ মরসুমের জন্য বাদশাভোগ ও গোবিন্দভোগ বীজ ধান বিতরণ করা হয়। এভাবে ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের সবকটি মৌজার চাষীদের কৃষিউপকরণ হিসেবে বীজ ধান দেওয়া হবে বলে জানান কেশিয়াড়ী ব্লক সহ কৃষি আধিকারিক সজল সরকার।

অর্জুনগেড়িয়া, সহরিয়া, সিয়াকুল, লালুয়া, কুলাসেনী, বাগড়া, পিরোট, জুনবলদা মৌজার চাষীদের প্রদর্শনী ক্ষেত্র গড়ে তুলতে এই  বীজ ধান হিসেবে দেওয়া  হয়েছে। ব্লকে ৫৫০ হেক্টর প্রদর্শনী ক্ষেত্রের জন্য মৌজা ভাগ করে চাষীদের এই বীজধান দেওয়া চলবে বলে জানানো হয়েছে। এদিন দ্বিতীয় দফায় অর্জ্জুনগেড়িয়া মৌজার প্রায়১৫০ জন  চাষীর হাতে কেশিয়াড়ী ব্লক সহ কৃষি অধিকর্তার ব্যবস্থাপনায় বীজধান তুলে দেওয়া হয়। কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রশিক্ষণ শিবির করা হবে এবং  পরবর্তীকালে ধাপে ধাপে নানান উপকরণ তুলে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *