স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ ডিসেম্বর: নদিয়ার কল্যাণীর কাছে মোহনপুরে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে চতুর্থ বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে দু’দিন ব্যাপী এই কংগ্রেসের উদ্বোধন করেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈকত মিত্র।
রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের উদ্যোগে দক্ষিণাঞ্চলের জন্য আয়োজিত এই বিজ্ঞান-প্রযুক্তি কংগ্রেসে এবারই প্রথম বিদ্যালয় স্তরে ছাত্র-ছাত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে এখনও পর্যন্ত মডেল জমা পড়েছে ১৩৩ টি, যার মধ্যে বিভিন্ন স্কুলের ৭০ টি এবং কলেজ স্তরের ৬৩ টি মডেল প্রদর্শনের ব্যাবস্থা করা হয়েছে। রিসার্চ পেপার জমা পড়েছে ৫৩৭ টি যার মধ্য থেকে ৪৩১ টি গ্রহণ করা হয়েছে বিজ্ঞানের। ১২টি বিষয়ে মোট ৪৩১টি গবেষণাপত্র এবারের কংগ্রেসে পাঠ করা হবে। এখানে ১২ টা স্মার্ট ক্লাস রুম আছে সেখানে এগুলো নিয়ে আলোচনা করা হবে। জুড়ি সদস্যরা এখান থেকে সেরা পেপার বাছাই করবেন।