মেদিনীপুর, ১৩ ডিসেম্বর: আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন আদালত প্রাঙ্গনে ২০২৫ সালের চতুর্থ জাতীয় লোক আদালত সফলভাবে অনুষ্ঠিত হলো। মেদিনীপুর, খড়্গপুর, দাঁতন, গড়বেতা ও ঘাটাল আদালত চত্বরে একযোগে এই লোক আদালতের আয়োজন করা হয়।

এদিন সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ২২টি বেঞ্চ বসানো হয়। লোক আদালতে ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত মামলা, মোটর দুর্ঘটনা মামলা, জমিজমা সংক্রান্ত বিবাদ, রেল মামলা, ট্রাফিক মামলা সহ বিভিন্ন ধরনের মামলা বিচারাধীন ছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজকের লোক আদালতে মোট ১৩,২০০টি মামলা শুনানির জন্য উপস্থাপিত হয়। এর মধ্যে ৪,৩৭০টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তির ফলে সংশ্লিষ্ট পক্ষগুলির দীর্ঘদিনের আইনি জট দ্রুত সমাধান হয়েছে।

এদিন লোক আদালতের মাধ্যমে সর্বমোট ১০ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ৬৮৩ টাকা আদায় হয়েছে (১০,৯৯,৩৫,৬৮৩)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের ফলে বিচার ব্যবস্থার উপর চাপ কমার পাশাপাশি সাধারণ মানুষ স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পেয়েছেন।

আইনজীবী ও প্রশাসনের আধিকারিকরা জানান, জাতীয় লোক আদালত সাধারণ মানুষের কাছে বিচার ব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

