সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ আগস্ট: ক্লাবে ঢুকে অমানবিক ভাবে চার যুবকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিএসএফ জওয়াদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার ঝাউডাঙ্গার কাহনকিয়া এলাকায়। রবিবার দুপুরে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। জওয়ানদের লাঠির আঘাতে চার যুবকের হাত, পা ও মাথা ফেটে যায়। আহতরা বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর, গাইঘাটার কাহনকিয়ার চার যুবক এদিন রাতে তাদের এলাকার একটি ক্লাব ঘরে পিকনিক করছিল। অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ ঝাউডাঙ্গা বিওপির ১৫৮ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের ৮-৯ জন জওয়ান হঠাৎ ক্লাবে ঢুকে এলোপাথাড়ি লাঠি দিয়ে মারধর করতে শুরু করে। এমনকি এক যুবককে মাটিতে ফেলে পা দিয়ে গলায় পাদেওয়ার চেষ্টা করে। তাদের প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ করেন তারা। আক্রমন্তদের হাত ও মাথা ফেটে রক্ত বের হয়। ঝাউডাঙ্গা বিওপির জওয়ান রাওয়াত ও কুলদিপ সহ নয় জন জওয়ানের নামে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।