পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,২৬ অক্টোবর: ঘূর্ণিঝড় ডানা’র প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় হয়েছে অতি ভারি বৃষ্টিপাত। আর এই বৃষ্টিপাতের ফলে জলমগ্ন জেলার একাধিক এলাকা। ভেঙ্গেছে একাধিক মাটির বাড়ি। বাড়ির মধ্যে ঢুকেছে জল। কার্যত দুর্ভোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। শুরু হয়েছে জলযন্ত্রণা।
জেলার পাশাপাশি কেশপুর ব্লকের একাধিক এলাকা জলমগ্ন। শামচাঁদপুর অঞ্চলের পাল্টাগড়, নিশ্চিন্তপুর, ধারাশোল, কুমারডুবি এই চারটি গ্রাম কার্যত জলমগ্ন। বাড়ির মধ্যে প্রবেশ করেছে বৃষ্টির জল। ভেঙ্গেছে একাধিক মাটির বাড়ি।
এদিন এই প্রসঙ্গে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নারায়ণ মন্ডল জানিয়েছেন, অঞ্চলের প্রায় শতাধিক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই আমরা দলীয়ভাবে এবং সরকারিভাবে ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন অঞ্চল সভাপতি।