আমাদের ভারত, হাওড়া, ২৯ আগস্ট: দুটি ছোট গাড়িতে করে গাঁজা পাচার করার সময় ৪ দুষ্কৃতীকে ধরে ফেলল পুলিশ। উদ্ধার হল প্রায় ১০০ কেজি গাঁজা। শনিবার সকালে ৬ নং জাতীয় সড়কে পাঁচলা থানার ধামসিয়ার কাছের এই ঘটনায় পুলিশ দুটি গাড়িকে আটক করেছে।
জানাগেছে, শনিবার সকালে দুটি গাড়িতে করে গাঁজা নিয়ে ৪ দুষ্কৃতী খড়গপুরের দিক থেকে নদিয়ার দিকে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার এসটিএফ এবং হাওড়া গ্রামীণ জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গাড়ি গুলি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। ঘটনায় পুলিশ ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দা প্রেম ডোরা, নদিয়ার নবদ্বীপের বাসিন্দা সুব্রত বিশ্বাস, নিতাই সাহা ও অমৃত রায় নামে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, রবিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে। এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ তা তদন্ত করে দেখছে।