সাথী দাস, পুরুলিয়া, ৫ সেপ্টেম্বর: আজ ‘শিক্ষা রত্ন’ পুরস্কার দেওয়া হল পুরুলিয়া জেলার চার সম্মানীয় শিক্ষককে। অনলাইন পদ্ধতিতে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজ্য স্তর থেকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলার তরফে জেলাশাসক রাহুল মজুমদার তাঁর কার্যালয়ে প্রাপকদের হাতে এই পুরস্কার তুলে দেন।

চার পুরস্কার প্রাপক হলেন, সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুব্রত রাহা, পুরুলিয়া জেকে কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায়, পুরুলিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক বারিদ বরণ মিশ্র এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার ওঝা।


