স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১১ জুন: কয়েক কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ। এই গাঁজা ফলের লরিতে করে পাচার করা হচ্ছিল। ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। কল্যাণী থানা এলাকার ঘটনা।
করোনা আবহে লকডাউনের মধ্যেই লরির ভিতর ফলের পেটির মধ্যে করে ও চাকার ওপরের হাইড্রোলিক এর মধ্যে করে গাঁজা পাচার করার সময় পুলিশের জালে ধরা পড়ল আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের চার ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে নদিয়ার কল্যাণী সাহেব বাগান এলাকা ২৩৯ কেজি গাঁজা উদ্ধার করলো এসটিএফ ও কল্যাণী থানার পুলিশ। আটক হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা। বৃহস্পতিবার ধৃত চার গাঁজা পাচারকারীকে কল্যাণী আদালতে তুলবে পুলিশ।
সূত্রের খবর, বুধবার এসটিএফ এর কাছে খবর আসে ওড়িশাড়িশা থেকে কল্যাণী হয়ে মেদিনীপুর পাচার হচ্ছে বিশাল পরিমান গাঁজা। সেই খবরের ভিত্তিতেই কল্যাণী পুলিশ কে নিয়ে অভিযান চালিয়ে এই সাফল্য পেলো পুলিশ। ঘটনায় একটি লড়ি ও একটি সুইফট ডিজায়ার বাজেয়াপ্ত করেছে পুলিশ।
There is a chain operating behind this kind of smuggling. The main head will always remain hidden.