সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া-, ২জানুয়ারি: ধান বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল চার জনের। গতকাল রবিবার সন্ধ্যার পর বিষ্ণুপুর -পাত্রসায়ের রোডের জনতা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, তালডাংরার বিবড়দ থেকে ধানের বস্তা বোঝাই একটি গাড়ি বর্ধমানের রায়না যাচ্ছিল। বিষ্ণুপুর -পাত্রসায়র রোডের জনতা মোড়ের কাছে গাড়ির সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গাড়ির ছয় আরোহী এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়।খবর পেয়ে রাধানগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে স্হানীয় মানুষের সহায়তায় আহতদের বিষ্ণুপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের মধ্যে চারজন গতকাল রাতেই মারা যায়। বাকী দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃতদের পরিচয় না পাওয়া গেলেও সকলেই বর্ধমানের রায়নার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

