জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জুন: শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানা এলাকার গোবরু ও কাচারি রোডের মাঝে ৬০ নং জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, আজ সকালে মেদিনীপুর থেকে শালবনিগামী একটি লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা অন্য একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে লরি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুটি লরিতে থাকা চারজন চালক ও খালাসি আহত হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি লরিকে ক্রেনের সাহায্যে সরিয়ে দিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

