আমাদের ভারত, ১০ জানুয়ারি: পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া আরও শক্তিশালী করার উদ্দেশ্যে চার আইএএস কর্মকর্তাকে বিশেষ রোল অবজার্ভার (এসআরও) হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসিআই)। শনিবার কমিশন তাদের পৃথক চিঠিতে জানিয়েছে যে, এই নিয়োগের লক্ষ্য হল যেন কোনো যোগ্য নাগরিক নির্বাচনী তালিকায় বাদ না পড়ে এবং অবৈধ ভোটার অন্তর্ভুক্ত না হয়।
নতুন নিয়োগকৃত চারজন হলেন ন্যাশনাল হেলথ অথরিটির ডেপুটি সেক্রেটারি ডঃ শৈলেশ, ত্রিপুরা সেনসাস অপারেশন-এর ডিরেক্টর রতন বিশ্বাস, যুব এবং ক্রীড়া মন্ত্রকের ডিরেক্টর সন্দীপ রেওয়াজী রাঠোর, এবং সমাজকল্যাণ ও ক্ষমতায়ণ মন্ত্রকের কর্মকর্তা বিকাশ সিংহ।
এঁরা সকলেই কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) মনোজ অগ্রবালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া তদারকির জন্য প্রথমেই কেন্দ্র বিশেষ রোল–অবজার্ভার হিসেবে সুব্রত গুপ্তকে দায়িত্ব দিয়েছে।
নির্বাচনী পর্যবেক্ষকরা নিশ্চিত করবেন যে, কোনো যোগ্য ভোটার বাদ না পড়ে এবং মৃত, নকল বা অনুপস্থিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়।
সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ৫৮ লাখ মৃত, নকল, স্থায়ীভাবে স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মৃত ভোটারের সংখ্যা প্রায় ২৪ লাখ। নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায় যে, চূড়ান্ত ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভুল এবং প্রয়োজনীয় সকল ত্রুটি দূর করা হয়েছে।

