কেশপুরে দুর্যোগে মৃতের পরিবারকে আর্থিক সহযোগিতায় চার মন্ত্রী

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: কেশপুর, চন্দ্রকোনার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করার পাশাপাশি এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের পরিবারের সাথে দেখা করলেন পশ্চিম মেদিনীপুরের চার মন্ত্রী হুমায়ুন কবীর, শিউলি সাহা, মানস ভূইঁয়া ও শ্রীকান্ত মাহাত।  শিউলি সাহা বলেন, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছেl  এর পাশাপাশি বন্যার কারণে যে সমস্ত রাস্তাঘাট ও মানুষের পারাপারের কাঠের সেতুগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিয়ে দেখে দ্রুত মেরামতির ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *