Flood, Anandpur, আনন্দপুরে বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল চার বন্ধু, উদ্ধার ৩, নিখোঁজ ১

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল চার বন্ধু। তিনজনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ ১ নাবালক। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগন্নাথপুর গ্রামের ৪ বন্ধু মিলে মঙ্গলবার বেলা ১১টার সময় গ্রামের পার্শ্ববর্তী ভেলাঘাটে বন্যা দেখতে যায়। বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে এদিক-ওদিক ঘোরাফেরা করে। তারপর রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে জলের মধ্য দিয়ে যেতে শুরু করে ৪ জন কিশোর। কিছুটা যাওয়ার পর হঠাৎই জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় চার জন। বেশ কিছুটা জলের মধ্য দিয়ে ভেসে চলে যায় তারা। দূরে কয়েকজন যুবক গাড়ি ধুচ্ছিলেন। হঠাৎই তাদের চোখে পড়ে ছেলেগুলি জলে ভেসে চলে যাচ্ছে। যুবকরা তৎক্ষণাৎ জলের মধ্যে ঝাঁপ দিয়ে ভেসে যাওয়া কিশোরদের কাছে পৌছায়। কোনরকমে উদ্ধার করে নিয়ে আসে ভেসে যাওয়া কিশোরদের। চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ দু’ তিন ঘন্টা ধরে তারা বিভিন্ন পদ্ধতিতে উদ্ধার কাজ চালায়।

চিৎকার শুনে গ্রামের কয়েকশো মানুষ চলে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালালেও বিকেল ৩টে পর্যন্ত ওই এক জন কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ ৪ ঘণ্টা পার হয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ প্রশাসন। পরিবারের কাতর অর্জি, যে কোনো মূল্যে খুঁজে দেওয়া হোক তাদের ছেলেকে। পরিবারসহ গোটা জগন্নাথপুর গ্রাম কান্নায় ভেঙে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *