আমাদের ভারত, হুগলী, ৩০ আগস্ট: বেঙ্গল কেমিক্যালে কাজ দোওয়ার নাম করে প্রতারণা হুগলীর বাঁশবেড়িয়া সহ বিভিন্ন এলাকায়। ঘটনায় গ্রপ্তার চার।

রবিবার দুপুরে হুগলী জেলার বাঁশবেড়িয়া, মিলনপল্লী, ঘোষপাড়া সহ বিভিন্ন এলাকায় বেঙ্গল কেমিক্যালে সাবান তৈরি করার কাজ দেবার নাম করে বিভিন্ন গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে টাকা এবং আঁধার কাডের জেরস্ক নিতে আসে অভিযুক্তর। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত তিন মাস ধরে বাঁশবেড়িয়া, খন্যান সহ বিভিন্ন এলাকায় গিয়ে এরকম ভাবে টাকা তুলতেন অভিযুক্তরা। বিভিন্ন জায়গায় গিয়ে স্থানীয় ২৫ জন মহিলাকে নিয়ে একটি করে গ্রুপ তৈরি করা হত এই কাজ দেবার জন্য। কিন্তু টাকা ও আধার কার্ডের জেরক্স নিলেও কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ। আজ বাঁশবেড়িয়ায় দুটি চার চাকার গাড়ি নিয়ে মোট চারজন আসে ওই এলাকায়। এরপর তাদের হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে চুঁচুড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই গ্রুপে থাকা চার জন সহ দুটি গাড়ির চালককে আটক করে নিয়ে যায়। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ।

