সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ জুলাই: ভারত বাংলাদেশ সীমান্ত থেকে চার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করল বিএসএফ। উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা এলাকা থেকে আটক করে বিএসএফের ৯৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতদের নাম আমিনা শেখ, মহিনূর শেখ, রেশমা শেখ ও নুরজাহান শেখ। বাড়ি বাংলাদেশের নরাইল জেলায়। রবিবার ধৃত অনুপ্রবেশকারীদের গাইঘাটা থানার হাতে তুলে দেয় বিএসএফ।

পুলিশ সূত্রের খবর, বছর তিন আগে চোরাপথে ভারতে ঢুকেছিল ধৃতরা। শনিবার গভীর রাতে ফের বাংলাদেশে যাওয়ার পথে চার বাংলাদেশি মহিলা বিএসএফের হাতে ধরা পরে। ধৃতদের কাছ থেকে বৈধ ভারতীয় প্রমাণপত্র না মেলায় তাদের বাগদা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ধৃতরা কাজের জন্য ভারতে এসেছিল। এতদিন ধরে তারা মুম্বাইয়ে কাজ করত। রবিবার সকালে ধৃতদের বনগাঁর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।

