আমাদের ভারত, রামপুরহাট, ১৭ এপ্রিল: চিকিৎসার মতো মহান দায়িত্ব পালন করার পরও আদিবাসী গ্রামে শুকনো খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন চার চিকিৎসক। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের ওই চার চিকিৎসক হলেন সন্দীপ তাপারিয়া, রামগোপাল ঘোষ, অনুরাগ চট্টোপাধ্যায় এবং বিপ্র ভট্টাচার্য। তাঁরা রামপুরহাট ১ নম্বর ব্লকের বনহাট অঞ্চলের হালদাসা গ্রামের একশ আদিবাসী পরিবারকে চাল, ডাল, লবন, তেল, আলু, হলুদ, সোয়াবিন ও সাবান তুলে দেন।
এই চার চিকিৎসক রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা মোকাবিলায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সারাদিন হাসপাতালে কাজে ব্যস্ত থেকেও আদিবাসী গ্রামে খাবার পাচ্ছে না শুনেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সন্দীপ তাপারিয়া বলেন, “মানুষের সেবাই আমাদের ব্রত। সেটা শুধু চিকিত্সা ক্ষেত্রেই সীমাবদ্ধ না রেখে এই দুঃসময়ে যতোটা পারলাম মানুষকে সাহায্য করলাম। দেখতে হবে কেউ যেন অভুক্ত না থাকে”।