সাথী দাস, পুরুলিয়া, ২৩ জুন: যোগ বিশ্বকাপের আসরে রাজ্যের হয়ে পুরুলিয়ার চার প্রতিযোগী অংশ নিচ্ছেন। দিল্লির গাজিয়াবাদ সিকে রেড্ডি অডিটোরিয়ামে ‘ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ২০২২-২৩’ প্রতিযোগিতাটি হবে ২৬ ও ২৭ জুন।
ইন্টারন্যাশনাল যোগ ফেডারেশনের সহযোগিতায় ওই প্রতিযোগিতার ব্যবস্থাপক ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় গেলেও পুরুলিয়া জেলার প্রথম কোনও প্রতিযোগী হিসেবে যোগ বিশ্বকাপের আসরে অংশ নেওয়ার সুযোগ পেলেন এই চারজন। এঁদের মধ্যে আশা ভট্টাচার্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং সাফল্য অর্জন করেন। সেই অভিজ্ঞতা নিয়ে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছেন তিনি। ওই প্রতিযোগিতায় মহিলাদের সিনিয়র সি গ্রুপে (২৬-৩০ বছর) অংশ নিচ্ছেন।
১৪ -১৫ মে কলকাতায় রাজ্য স্তরের প্রতিযোগিতায় সাফল্যের জন্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেন আশা ছাড়াও সঞ্জীব মিশ্র, অর্পিতা সহিস ও সমৃদ্ধা মুখার্জি। বিশ্বকাপে সঞ্জীব পুরুষদের সিনিয়র ডি গ্রুপে (৩১-৪০ বছর) অংশ নিচ্ছেন। এছাড়া মেয়েদের জুনিয়ার গ্রুপে (৭-১০ বছর) অর্পিতা, ছেলেদের (৭-১০ বছর) বিভাগে সমৃদ্ধ মুখার্জি অংশ নিচ্ছে। এই দুই জনের প্রশিক্ষক আশা ভট্টাচার্য। পুরুলিয়া টাউন ফিজিক্যাল এন্ড যোগ অ্যাসোসিয়েশনের হয়ে প্রতিনিধিত্ব করছেন কার্যত চার জনই। তাঁদের সবার হয়ে প্রশিক্ষক ফটিক ধীবর যাচ্ছেন।
তিনি জানান, “বিশ্বকাপে পুরুলিয়া জেলা শুধু নয় রাজ্য তথা দেশের প্রতিনিধিত্ব করছে এই চার জন প্রতিযোগী। এটা আমাদের সবার গর্বের বিষয়। এদের সাফল্য কামনা করছি। এরা যোগ্যতা অর্জনের পর থেকে কঠোর অনুশীলন করছে।” আর আশার কথা শোনালেন আশা ভট্টাচার্য। তাঁর কথায়, “বিশ্ব মঞ্চে নিজেদের সেরাটা তুলে ধরাটাই প্রাথমিক লক্ষ্য। ভালো ফলের আশা করছি।” শনিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাঁরা।