স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ মার্চ:
দোলের দুপুরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ভাই বোন সহ চার শিশুর।সোমবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে। সূত্রের খবর, তাহেরপুর থানার খিসমার ঝামাল ডাঙ্গা গ্রামের বাসিন্দা সম্পর্কে ভাই বোন, সানি প্রামানিক ও স্নেহা প্রামানিক তাদেরই প্রতিবেশী রাখি হালদার ও সুভিজিৎ হালদারের সাথে সোমবার দুপুরে দোলখেলা শেষে পুকুরে স্নান করতে গেলে জলের গভীরতা না বুঝতে পেরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে এসে ওই চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।