নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩ আগস্ট: দলীয় সাংসদদের নিয়ে ভুল খবর ছড়ানোর জন্য সর্বভারতীয় ইংরেজি টিভি ছ্যানেলকে চিঠি ধরাল বিজেপি। দলের মিডিয়া ইনচার্য সপ্তর্ষি চৌধুরী সর্বভারতীয় চ্যানালটিকে নোটিশ ধরায়।
প্রসঙ্গত, টাইমস নাও গতকাল ব্রেকিং দিয়ে খবর পরিবেশন করে চার বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দিচ্ছেন। তার সঙ্গে বিজেপির একজন বিধায়কও রয়েছে। এই খবর প্রকাশ হতেই তীব্র আলোড়ন পড়ে যায় রাজনৈতিক মহলে।
খবরটি সামনে আসতেই বিজেপি সাংসদরা তীব্র ক্ষোভপ্রকাশ করেন। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, নিশীথ প্রামানিক, সৌমিত্র খাঁয়ের মতো তরুণ সাংসদরা ফেক নিউজ বলে বিবৃতি দিতে শুরু করেন।
দলের জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়ও অফিসিয়াল ভাবে নিউজটিকে মিথ্যে বলে দাবি করেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সদর দফতরে বসে ফেক নিউজ করার জন্য টাইমস নাওকে সরাসরি আক্রমণ করেন।
দলের রাজ্য সভাপতির পরেই দিলীপ ঘোষের ছায়া সঙ্গী দেব এই ঘটনা নিয়ে সরাসরি আক্রমণ করেন টাইমস নাওয়ের সাংবাদিক তমাল সাহাকে। তার খবরের সত্যতা নিয়ে উস্মা প্রকাশ করে তমাল সাহার সাংবাদিক সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।