খড়্গপুরের চারজন বিজেপি নেতার তৃণমূলে যোগদান

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: খড়গপুর শহরের ৪ জন বিজেপি নেতা কলকাতায় গিয়ে দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে আরও ৫০ জন বিজেপি  ছেড়েছেন বলে জানাগেছে। তৃণমূলে যোগদানকারী এই চার নেতা হলেন শৈলেন্দ্র সিং, সজল রায়, অজয় চট্টোপাধ্যায় এবং রাজবীর গুহ। প্রথম তিনজন বিজেপির ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন। রাজবীর ছিলেন বিজেপির প্রতিনিধি কমিটির সদস্য। বুধবার তারা খড়্গপুরের বিধায়ক প্রদীপ সরকারের সঙ্গে কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। খড়গপুর থেকে বিজেপি নেতাদের তৃণমূলে যোগদানের ঘটনায় রেল শহরে বিজেপি বড়সড় ধাক্কা খাবে বলে মনে করছে  রাজনৈতিক মহলের একাংশ।

বিজেপির জেলা সভাপতি শমিত দাস জানিয়েছেন, ওই চারজন বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকায় দল তাদের কয়েকদিনের মধ্যেই বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিল। শুনলাম আজ তারা তৃণমূলে যোগদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *