অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার লালগড় থানা থেকে চুরি গেছে একেরপর এক আগ্নেয়াস্ত্র। কিন্তু সর্ষের মধ্যে যে ভূত লুকিয়ে আছে তা কেউ বুঝতেই পারছিলেন না। অবশেষে ধরা পড়ল চোর। বুধবার লালগড় থানার সাব ইনস্পেক্টর তারাপদ টুডুকে গ্রেফতার করা হয়েছে। তারপদ টুডুর সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরো তিন জনকে একজন ওই থানারই এনভিএফ কর্মী লক্ষ্মীরাম রাণা। এছাড়াও অপর দুই অভিযুক্ত দিলীপ এবং সুধাংশু নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
লালগড় থানার মালখানার দায়িত্ব তখন ছিল সাব ইনস্পেক্টর তারাপদ টুডুর হাতে। পরে তারাপদ বাবু জামবনি থানায় বদলি হওয়ার পর থানার মালখানার হিসেব দেখতে গিয়েই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। ঝাড়গ্রাম পুলিশ সুপার অমিত কুমার ভরতরাঠোর জানান, ১৮ টি আগ্নেয়াস্ত্রর হদিশ নেই। বুধবার অভিযুক্তদের আদালতে তোলা হলে বিচারক সকলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন।