আমাদের ভারত, আরামবাগ, ১০ ডিসেম্বর: সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ। ওই চার অভিযুক্তদের আজ আরামবাগ মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিভিক ভলান্টিয়ার
হানিফ আলী খান গতকাল বাস স্ট্যান্ড এলাকায় ডিউটি করছিলেন ওই সময় মদ্যপ অবস্থায় ৪ যুবক মিলে হঠাৎ ওই সিভিক ভলান্টিয়ারের ওপর চড়াও হয় এবং ৪ জন মিলে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করতে থাকে। তারই প্রতিবাদ করতে গেলে ওই ৪ যুবক বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার মধ্যে লাঠি দিয়ে ওই সিভিক ভলান্টিয়ারকে ব্যাপক হারে মারধর করেন। এর পর তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৪ যুবকদের গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ। অভিযুক্তদের আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।