হুল দিবসে জাহের স্থানে কমিউনিটি হল নির্মাণের শিলান্যাস ও ভূমি পূজা 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুন: মঙ্গলবার শালবনি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ঐতিহাসিক হুল দিবস পালিত হয়েছে। সেই সঙ্গে ব্লকের আসমানচকে আদিবাসী সমাজের জাহেরস্থানে কমিউনিটি হল নির্মাণের জন্য ভূমিপুজো ও শিলান্যাস করা হয়েছে। ২০১৯ সালে আদবাসী সমাজকে ওই জাহের স্থানের পাট্টা দেয় পঞ্চায়েত সমিতি। সেই স্থানে পানীয় জল, বিদ্যুৎ সহ প্রভৃতি সুবিধার ব্যবস্থা করা হয়। এই জাহের স্থানে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় ২০ লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি হল নির্মিত হতে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, বিডিও শালবনী সঞ্জয় মালাকার, পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ, জয়েন্ট বিডিও দেবব্রত কোনার, আদবাসী সমাজের সনাতন হেমব্রম, দশরথ হাঁসদা, পীযুষ হাঁসদা, শ্যামল মান্ডি, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *