আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৭ ডিসেম্বর: স্কুলের প্রতিষ্ঠা দিবসে মাতালো কচিকাচারা। পড়ুয়াদের শারীরিক কসরত থেকে নৃত্য পরিবেশন অভিভাবকদের মনোরঞ্জন করে তোলে। এছাড়াও স্কুলের হাতের তৈরি বিভিন্ন পদের সুস্বাদু খাবার অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।
রামপুরহাট গুরুকুল স্কুলের ডিরেক্টর আতিউর রহমান বলেন, “প্রতি বছর আমরা ছাত্রছাত্রী, শিক্ষিকাদের নিয়ে মনোরঞ্জন করে থাকি। স্কুলের পড়ুয়ারা নিজেরাই বিভিন্ন খাবার তৈরি করে অভিভাবকদের মধ্যে বিক্রি করে। শুধু পড়াশোনা নয়, সব দিক থেকে পড়ুয়াদের পারদর্শী করে তুলতেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি হাতের কাজ শেখানো হয়। ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে একটি বিশাল আকৃতির মশা তৈরি করে পড়ুয়ারা”।