সাথী দাস, পুরুলিয়া, ১০ জুন: কলকাতা বন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে পুরুলিয়ায় বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড ব্লক। প্রতিবাদ নিয়ে লেখা সম্বলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিক্ষোভ স্লোগান দেন ফরওয়ার্ড ব্লক জেলা নেতৃত্ব। ‘কলকাতা বন্দরের নামকরণ শ্যামা মুখার্জি পোর্ট নয়, নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে করতে হবে’ মূলত এই স্লোগানকে হাতিয়ার করে বিক্ষোভ দেখায় ফরওয়ার্ড ব্লক। প্রাক্তন সাংসদ বীর সিং মাহাতো, রাজ্য নেতা নিশিকান্ত মেহেতা দলীয় কর্মসূচিতে অংশ নেন।পুরুলিয়া জেলা শাসকের কার্যালয়ের কাছে কর্মসূচি পালন করে।

প্রসঙ্গত, ১৯৭৩ সালের ৬ জুলাই কলকাতা বন্দরের নাম কিং জর্জের বদলে নেতাজি সুভাষ রাখা হয়। ওই দিন তৎকালীন কেন্দ্রীয় জাহাজ ও অসামরিক মন্ত্রী নেতাজি সুভাষের নামে ফলকের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছিলেন। চলতি বছরের ১২ জানুয়ারি বর্তমান কেন্দ্রীয় সরকার সেই নাম পরিবর্তন করে ড: শ্যামা প্রসাদ
মুখার্জির নাম ঘোষণা করে।


