রাজেন রায়, কলকাতা, ২০ অক্টোবর: ২৪ ঘন্টা আগেই দর্শকশূন্য পুজো মণ্ডপের রায় ঘোষণা করেছিল হাইকোর্ট। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে মঙ্গলবারই রিট পিটিশন দাখিল করল ‘ফোরাম ফর দুর্গোত্সব।’ বুধবার হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।
সোমবারই আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল, পুজোর বাজারের নামে বিভিন্ন মার্কেটে যে ভাবে ভিড় হচ্ছে, এই মহামারীর সময়ে তা একেবারেই কাম্য নয়। তাই প্যান্ডেল দর্শনের নামে এই ঘটনা যাতে না ঘটে, তার জন্য রাজ্যের সব পুজো মণ্ডপ নো এন্ট্রি জোন হিসেবে গণ্য হবে বলে জানায় আদালত। পুজোর এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে নো-এন্ট্রি জোন হিসেবে চিহ্নিত করতে হবে। আদালতের এই নির্দেশের প্রেক্ষিতে রায়ের পুনর্বিবেচনার আর্জি নিয়ে ফের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে আবেদন জানায় ফোরাম ফর দুর্গোৎসব।
ফোরাম ফর দুর্গোৎসবের তরফে এদিন মামলার আবেদন করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলার অন্য সব পক্ষকে নোটিশ করে বুধবার শুনানির জন্য আসতে বলা হয়েছে আদালতে। এবার এই মামলার রায় কি হয়, সেই দিকে তাকিয়ে সব পক্ষই।