অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: বছর শেষে ব্যাটে বলে মেতে উঠল বালিগঞ্জ গভর্নমেন্ট এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা।
২০২২ সালের অক্টোবরে একটি দুর্দান্ত বিজয়া সম্মিলনী সংগঠিত করেছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অতি সম্প্রতি তাদের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত দেবজ্যোতি সিনহা রায়কে উৎসর্গীকৃত স্পোর্টস কার্নিভালের ২০২২-২৩ – এর দ্বিতীয় সপ্তাহের সূচনা হয়। প্রথম ম্যাচ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সাথে প্রীতি ক্রিকেটের।
প্রয়াত আর. এন মুখার্জিকে উৎসর্গীকৃত এই ম্যাচটিতে অংশগ্রহণ করেন তাঁর পুত্র তথা প্রাক্তন বাংলার খেলোয়াড় এবং বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদ যুধাজিৎ মুখার্জি। যুধাজিৎ বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং বর্তমানে একজন এনসিএ প্রত্যয়িত প্রশিক্ষক। তিনি তাঁর স্কুল দলকে স্কুল ক্রিকেটে নতুন উচ্চতা অর্জনে সহায়তা করে চলেছেন প্রতিনিয়ত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র দীপ্তেশ পাকরাশি এবং দেবানিক সেনগুপ্তর মত অন্যান্য প্রাক্তন-বাংলার ক্রিকেটারদের উপস্থিতি ম্যাচটিকে অন্য উচ্চতায় নিয়ে যায়।
প্রথমে ব্যাট করে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা ১০ ওভারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সামনে ১১২ রানের লক্ষ্য রাখে। বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হয়ে রান করেন কৌস্তভ চক্রবর্তি এবং যুধাজিৎ মুখার্জি। যাদবপুরের হয়ে বল হাতে নজর কাড়েন দীপ্তেশ পাকরাশি, ইন্দ্রনীল মুখোপাধ্যায় এবং মুস্তাফা। জবাবে ব্যাট করতে নেমে তাদের নির্ধারিত ১০ ওভারে ৯৮ রানেই থেমে যায় যাদবপুরের প্রাক্তন ছাত্রদের ইনিংস।
বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হয়ে এইদিন ভালো বল করেন কৌস্তভ চক্রবর্তি, মৃগাঙ্ক বোরাল এবং অভিষেক ঘোষ। যাদবপুরের হয়ে সর্বোচ্চ রান করেন ইন্দ্রনীল মুখোপাধ্যায়।