Suresh Kalmadi, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাদি

আমাদের ভারত, ৬ জানুয়ারি: প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি আর নেই। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। কংগ্রেস সূত্রে জানাগেছে, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। রাজনীতিতে দীর্ঘ কেরিয়ার গড়া সুরেশ কালমাদি প্রথমবার ১৯৮০ সালে কংগ্রেস (এস) প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। এরপর ১৯৮৬ এবং ১৯৯২ সালে ফের রাজ্যসভার সাংসদ হন।

এরপর তিনি লোকসভা রাজনীতিতে আসেন। ১৯৯৬ সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন কালমাদি। এরপর ২০০৪ ও ২০০৯ সালেও পুনে লোকসভা কেন্দ্র থেকে জেতেন।

২০১১ সালে কমনওয়েলথ গেমস (সিডব্লিউজি) কেলেঙ্কারির ঘটনায় কংগ্রেস দল থেকে তাঁকে সাসপেন্ড করা হয়। এ বিষয়ে কংগ্রেসের পুনে শহর মুখপাত্র রমেশ আইয়ার জানান, “কালমাদি ওই কেলেঙ্কারি সংক্রান্ত অধিকাংশ মামলায় খালাস পেয়েছিলেন। কেবল একটি মামলা বিচারাধীন ছিল।”

তবে ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে পুনে বিকাশ আঘাড়ির প্রার্থী হিসেবে (বিজেপি ও শিবসেনার সমর্থনে) প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি হেরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *