জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ অক্টোবর: তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলা নেত্রী বিলকিস খানম বিজেপিতে যোগ দিলেন।
সোমবার বিজেপির গ্রামীণ পূর্ব মণ্ডল কমিটির এক সভায় উপস্থিত হয়ে এই তৃণমূল নেত্রী বিজেপিতে যোগ দেন। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইত, সহ-সভাপতি শিবু পানিগ্রাহী সহ জেলার বেশ কিছু নেতৃত্ব। তৃণমূল ছেড়ে আসা বিলকিস খানমের হাতে বিজেপির পতাকা তুলে দেন শঙ্কর গুছাইত।
এই নেত্রী ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল প্রার্থী হিসেবে খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বলেন, তৃণমূলের দুর্দিনের সময় ওই দলে যোগ দিয়েছিলাম। এখন সেইসব নেতা-নেত্রীদের দলে কোনও স্থান নেই, কোনো সম্মান নেই। এখন যারা দুর্নীতির সঙ্গে আপস করতে পারবে তারাই দলে বড় জায়গা পাবেন। বিলকিস খানম বিজেপি দলে যোগ দিয়ে খড়্গপুরে বিজেপির সংগঠন শক্তিশালী করবেন বলে জানিয়েছেন।