Teacher, Bangaon, বনগাঁয় নৌকা মেরামতের সময় জলে ডুবে প্রাণ গেল প্রাক্তন শিক্ষকের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ আগস্ট: বনগাঁয় সাত সকালে নৌকা মেরামতের সময় জলে ডুবে মৃত্যু হলো এক প্রাক্তন শিক্ষকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার অন্তর্গত দীনবন্ধু নগর এলাকায়। মৃতের নাম নারায়ণ চন্দ্র সরকার (৮১)। তিনি পেশায় প্রাক্তন শিক্ষক হলেও শখ ছিল নৌকা চালানো ও নৌকা মেরামতের কাজে সময় কাটানো।

জানা গিয়েছে, বনগাঁ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিমাই ঘাটে ওই নৌকাটি বাঁধা থাকত। ওই এলাকাতেই বাড়ি অবসরপ্রাপ্ত শিক্ষক বৃদ্ধ নারায়ণচন্দ্র সরকারের। ওই বৃদ্ধের বাবার একটি নৌকা স্মৃতি হিসেবে নদীর পাড়েই বাঁধা থাকত। এই বৃদ্ধ মাঝেমধ্যেই নদীর পাড়ে গিয়ে সেই নৌকায় বসে থাকতেন। কখনও মাছ ধরতেন। দিন কয়েক ধরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। বনগাঁ পুরসভার একাধিক জায়গাও জলমগ্ন হয়ে পড়েছিল। ইছামতি নদীতেও জল বেড়েছে। প্রশাসনের তরফে ইছামতি নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

এদিন সকালে ওই নৌকা দেখতে গিয়েছিলেন বৃদ্ধ। দেখা যায়, নৌকাটি জলে ডুবে যেতে পারে। জল বেড়ে যাওয়ায় তিনি নৌকাটি পাড়ে টেনে তোলার চেষ্টা করেছিলেন। আর তখনই ঘটে মর্মান্তিক ঘটনা। ইছামতির জলে পড়ে যান ওই বৃদ্ধ। সাঁতার জানলেও তিনি জলে ডুবে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিবারের লোকজন ও স্থানীয়তা খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ঘণ্টা দু’য়েক পর ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। এরপর তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বাবার শেষ স্মৃতি আগলে রাখতে গিয়ে ছেলের প্রাণ চলে গেল! ঘটনায় শোকের ছায়া এলাকায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *