Grandson, Deve Gowda, ধ*র্ষ*ণে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত

আমাদের ভারত, ২ আগস্ট: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি তথা জে ডি এস এ’র প্রাক্তন এমপি প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। ধর্ষণ ও শ্লীলতাহানি সহ একাধিক অপরাধে শুক্রবার দোষী সাব্যস্ত করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমার স্বামীর ভাইপো রেভান্নাকে।

বাড়ির পরিচারিকাকে ধর্ষণের মামলায় শুক্রবার দোষী সাব্যস্ত হন জনতা দল সেকুলারের প্রাক্তন সাংসদ। বেঙ্গালুরু এম পি- এম এল এ বিশেষ আদালত এই রায় ঘোষণা করে। সাজা ঘোষণা করে আদালত তাকে এগারো লক্ষ টাকা জরিমানাও করেছে। নির্যাতিতাকে ক্ষতিপূরণ বাবদ এই টাকা দেওয়া হবে। রেভান্না তার পদমর্যাদা ও বংশ ক্ষমতার অপব্যবহার করে পরিচারিকাকে তাদের বাগান বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ ও প্রমাণ হিসেবে সেই ঘটনার ছবি তুলে রাখেন। পরে তা দেখিয়ে ব্ল্যাকমেইল করে আরো একাধিকবার ধর্ষণ করেন।

অভিযোগে বলা হয়েছিল, ২০২১ সাল থেকে বেঙ্গালুর কাছে তাদের পারিবারিক ফার্ম হাউসে ওই নির্যাতিত মহিলা কাজ করতেন। তাকে বারবার ধর্ষণ করেছিলেন রেভান্না।

এই মামলায় রেভান্না এবং মোট ২৬ জন সাক্ষীর জবানবন্দি নেয় আদালত। তারপর ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ধর্ষণের গোপন ভিডিও তোলা ও ভয় দেখানো এবং অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা গঠন হয়।

৩৪ বছরের রেভান্না ২০২৪ সালে দায়ের হওয়া আরও তিনটি মামলায় মূল অভিযুক্ত। ওই বছর সোশ্যাল মিডিয়ায় ২০০০ এরও বেশি অশ্লীল ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে একাধিক মহিলার ওপর যৌন নির্যাতনের দৃশ্য রয়েছে বলে অভিযোগ। এই ভিডিওগুলি নিয়েই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। গত বছর ৩১মে তাকে গ্রেফতার করা হয়। চলতি বছর কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্র থেকে লড়েও হেরে যায় রেভান্না। এদিকে মামলা দায়ের হাওয়ায় জনতা দল সেকুলার তাকে দল থেকেও বরখাস্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *